অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মে ২০২২, ১৯:৫৫
দেড় দশকের ইতিহাস বলছে, সেপ্টেম্বরের কোনো এক মঙ্গলবার আসে নতুন আইফোনের ঘোষণা। আনকোড়া এক তথ্য ফাঁস থেকে এখন জানা যাচ্ছে, আসছে সেপ্টেম্বরের ঠিক কোন মঙ্গলবার হবে এটি।
অ্যাপল বিষয়ক খবরের সাইট আইড্রপনিউজ সম্প্রতি এই খবর ফাঁস করেছে বলে জানাচ্ছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। নিজের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইড্রপনিউজ বলছে, কাঙ্ক্ষিত তারিখটি ১৩।
টেকরেডার অবশ্য খানিকটা নুন মেখে চাটনি খাওয়ার মতোই এই তথ্য গিলতে বলেছে তার পাঠককে। দিনটি আসতে মেলা দেরি, এর মধ্যেই ঘটে যেতে পারে অনেক ঘটনা। নানা সংগত কারণেই পণ্য ঘোষণার তারিখ সামনে-পেছনে ঠেলতে পারে অ্যাপল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে