পি কে হালদারের সঙ্গে আর কে কে
প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সব কীর্তি এখন সবার জানা। পুনরাবৃত্তির দরকার নেই। জানা দরকার কতিপয় প্রশ্নের জবাব। বড় প্রশ্নটি হলো, পি কে হালাদারের সঙ্গে ও আগে-পেছনে আর কে কে? পি কে হালদার তো আর একা একা ‘দানব’ হয়ে ওঠেননি! দেশের কেন্দ্রীয় ব্যাংকের একজন মহারথীসহ আরও কিছু সহযোগীর নাম আলোচিত হয়ে আসছে। তাদের ব্যাপারে কী করতে পারল আমাদের সরকার?
পি কে হালদারের নামে যেদিন মামলা হচ্ছে, সেদিন মুহূর্তে কে তাঁকে খবর দিল—পালাও, পালাও। কী রাজকীয় আয়োজন! পালানোর চেষ্টামাত্র দুয়ারে প্রস্তুত গাড়ি, রাস্তা ফাঁকা, সীমান্তে সব আয়োজন নিশ্ছিদ্র, একেবারে এক টানে সীমান্ত পার। কে বা কারা এত আয়োজন করল। টাকা থাকলে সবই হয়, বন্ধু যদি ভালো হয়, ভাগ্য যদি সহায় হয়। পি কে হালদারের বেলাতে সবই হয়েছে।
পি কে’র টাকা উড়ে উড়ে গেল ভারতে, কানাডায়; এখন শুনি দুবাইতেও। এই টাকায় পাখা লাগাল কারা? অর্থ পাচার রোধের আইন আছে, কিন্তু পাচার হওয়ার পথ রোধ করার বিষয়টি দেখভাল করার কেউ নেই? যদি থাকে, তাহলে এত টাকা উড়ে উড়ে গেল কী করে? এখন ফেরত আনার তোড়জোড় দেখি, দেখি নানা আয়োজন?
- ট্যাগ:
- মতামত
- অবৈধ সম্পদ
- প্রশান্ত কুমার হালদার