সত্যি কি বিয়ে করতে চলেছেন অর্জুন-মালাইকা?
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৯ মে ২০২২, ১০:২০
অনেক হয়েছে প্রেম। এবার চার হাত এক হওয়ার পালা। নভেম্বর বা ডিসেম্বর নাগাদ আসবে সেই শুভক্ষণ। বলিউডের অসম জুটি অভিনেতা অর্জুন কাপুর ও আইটেম তারকা মালাইকা অরোরাকে নিয়ে বুধবার এমনই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।
আসলেই কি বিয়ে করতে চলেছেন আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা আর প্রযোজক বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন? এ খবরকে অবশ্য ফুঁ মেরে উড়িয়ে দিয়েছেন ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা।
এই আইটেম তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কোথাও বাঁধা না পড়া একলা জীবনই তার কাছে অনেক বেশি স্বস্তির। নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি এবং বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এই সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি।’