দাঁতে যন্ত্রণায় রাতে ঘুম নেই?

eisamay.com প্রকাশিত: ১৭ মে ২০২২, ১৭:৪৩

দাঁত নিয়ে বেশিরভাগ মানুষেরই তেমন কোনও সচেতনতা নেই। তবে বিশ্বাস করুন, একবার যদি এই অঙ্গটি বিগড়াতে শুরু করে দেয়, তবে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। সেক্ষেত্রে দাঁতে ব্যথা হলে সারাদিনটাই হয়ে যায় মাটি। এমনকী উড়ে যায় রাতের ঘুম। তাই তো এই দাঁতে যন্ত্রণা নিয়ে মানুষকে সতর্ক থাকতে বলেন বিশেষজ্ঞরা।


এক্ষেত্রে দাঁতে যন্ত্রণার (Toothache) পাশাপাশি মাড়িতে ব্যথাও (Gum Pain) অনেকের হয়ে থাকে। আসলে মাড়িতে ব্যথা হওয়ার অর্থ হল সেখানে তৈরি হয়েছে প্রদাহ। আবার কোনও ইনফেকশন থেকেও ঘটনাটি ঘটতে পারে। এবার দাঁতে ব্যথার মতোই মাড়িতে ব্যথাও কিন্তু সমস্যা তৈরি করে ফেলতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে হয়ে যেতে হবে সাবধান। এক্ষেত্রে এমন কোনও ভুল করা যাবে না যার থেকে তৈরি হয়ে যায় সমস্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও