কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কানে স্বর্ণ পামের জন্য লড়বে যে ১৮ সিনেমা

দুই বছর পর আজ মঙ্গলবার পূর্ণ আয়োজনে শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। চলবে আগামী ২৮ মে পর্যন্ত। এবার বসছে উৎসবটির ৭৫তম আসর। বরাবরের মতো যেটির আয়োজন করা হয়েছে দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে।

এবারের উৎসবে স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা। সেগুলো হলো- ‘হলি স্পাইডার’ (আলি আব্বাসি, ইরান), ‘লেইলা’স ব্রাদারস’ (সায়ীদ রুস্তাই, ইরান), ‘দ্য আলমন্ড ট্রি’ (ভালেরিয়া ব্রুনি তেদেস্কি, ফ্রান্স), ‘স্টারস অ্যাট নুন’ (ক্লেয়ার দেনি, ফ্রান্স), ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ (আহনু দেঁপ্লেশা, ফ্রান্স), ‘টরি অ্যান্ড লকিটা’ (জ্যঁ-পিয়েরে ও লুক দারদেন, বেলজিয়াম), ‘ক্লোজ’ (লুকাস ডোন্ট, বেলজিয়াম), ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ (রুবেন অস্টল্যুন্দ, সুইডেন), ‘বয় ফ্রম হ্যাভেন’ (তারিক সালেহ, সুইডেন), ‘আরমাগেডন টাইম’ (জেমস গ্রে, যুক্তরাষ্ট্র), ‘শোইং আপ’ (কেলি রাইকার্ড, যুক্তরাষ্ট্র), ‘দ্য ক্রাইমস অব দ্য ফিউচার’ (ডেভিড ক্রনেনবার্গ, কানাডা), ‘ব্রোকার’ (কোরি-ইদা হিরোকাজু, জাপান), ‘ডিসিশন টু লিভ’ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া), ‘নস্টালজিয়া’ (মারিও মারতোনে, ইতালি), ‘আরএমএন’ (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া), ‘হি-হান’ (ইয়াজি স্কলিমোসস্কি, পোল্যান্ড) এবং ‘চাইকোভস্কি’স ওয়াইফস’ (কিরিল সেরেব্রেনিকভ, রাশিয়া)।

এর বাইরে আঁ সাঁর্তে রিগা শাখায় প্রদর্শিত হবে ‘অল দ্য পিপল আই উইল নেভার বি’ (ডাবি হোও, কম্বোডিয়া), ‘দ্য ওর্স্ট, (লিজ আকোরা এবং রোমান গিউরে, ফ্রান্স), ‘রোডিও’ (লোলা কিভোরন, ফ্রান্স), ‘বিস্ট’ (রাইলি কিয়াও ও জিনা গামেল, যুক্তরাষ্ট্র), ‘বার্নিং ডেজ’ (ইমিন আলপাশ, তুরস্ক), ‘করসেজ’ (মারি ক্রুয়েৎজার, অস্ট্রিয়া), ‘ডমিঙ্গো অ্যান্ড দ্য মিস্ট’ (আরিয়েল এসকালান্তে মেচা, কোস্টারিকা), ‘জয়ল্যান্ড’ (সায়েম সাদেক, পাকিস্তান), ‘মেট্রোনম’ (আলেকসান্দ্র বেল্ক, রোমানিয়া), ‘প্ল্যান সেভেনটি ফাইভ’ (হায়াকাওয়া চিয়ে, জাপান), ‘সিক অব মাইসেলফ’ (ক্রিস্তোফের বর্গলি, নরওয়ে), ‘দ্য সাইলেন্ট টুইনস’ (আগনিয়েস্কা স্মোকসিনস্কা পোল্যান্ড), ‘দ্য স্ট্রেঞ্জার’ (থমাস এম. রাইট, অস্ট্রেলিয়া), ‘ভোলাতা ল্যান্ড’ (সিনুশ হালমাসন, আইসল্যান্ড), ‘বাটারফ্লাই ভিশন’ (মাকজিম নাকোঞ্চনিয়ে, ইউক্রেন)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন