অসময়ে আম-জাম-জলপাই! ঠান্ডা গরমে সব ফলের শরবত চাহিবামাত্র হাজির
তীব্র গরমে জলপাই বা শীতের দিনে জামের মতো মৌসুমি ফল খাওয়ার ইচ্ছা হলে কী করবেন? এক সময়ে মৌসুম ছাড়া এধরনের ফলের চাহিদা মেটানো কষ্টকরই ছিল। এখন কিন্তু বছরের যেকোনো সময় মৌসুমি ফলের স্বাদ নেয়ার উপায় আছে হাতের নাগালেই। আস্ত ফল না পাওয়া গেলেও সারাবছর জনপ্রিয় সব ফলের জুস পাওয়া যায় জুস কর্নারগুলোতে। ঢাকা শহরে এধরনের প্রাকৃতিক ফলের জুস কর্নারগুলোর মধ্যে শুরুর দিকের দোকান ঠান্ডা গরম জুস গ্যালারি। আনারস থেকে লটকন, বিলিম্বি থেকে ডেওয়া বা বিটরুট-ড্রাগনফলের মতো বৈচিত্র্যময় নানা ফলের জুস সময়ে-অসময়ে পাওয়া যায় এখানে।
"সব জুস সবসময়" স্লোগান নিয়ে কাজ করে ঠান্ডা গরম। প্রায় ৩০ রকমের ফলের জুস আছে এখানে। চেনা অচেনা অসংখ্য ফলের জুসের মধ্যে বাছাই করতে দোটানায় পড়ে যাওয়া অস্বাভাবিক না। তবে ঠান্ডা গরম জুস গ্যালারিতে আছে বিনামূল্যে জুস টেস্টিং ব্যবস্থা। ছোট্ট টেস্টার গ্লাসে যেকোনো জুস নিয়ে আগেই স্বাদ যাচাই করে নেয়া যায়। এই অভিনব ব্যবস্থা থাকায় কাস্টমাররা আরো বেশি আগ্রহী হয় এখানকার জুস খেতে। গ্লাসের সাইজ আর ফল অনুযায়ী জুসের দাম ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮৫ টাকা পর্যন্ত হয়।
- ট্যাগ:
- লাইফ
- জুস
- জুস রেসিপি