হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক অ্যাকাউন্ট যখন হ্যাক হয়ে যায় সে সময় ফেসবুক আবার বিষফোঁড়া হয়ে দাঁড়ায়। আতঙ্কের বিষয় হয়ে উঠে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং। শুধু জনপ্রিয় কিংবা বড় বড় মানুষেরাই নন, যে কেউ হতে পারেন হ্যাকারদের টার্গেট। এমন ঘটনার মুখোমুখি প্রায়ই হচ্ছেন মানুষ। থানায় অভিযোগ পড়ছে শত শত। কিন্তু কোনোভাবেই হ্যাকারদের লাগাম টানা যাচ্ছে না।
আচমকাই অনেক ফেসবুক ইউজার হয়তো টের পেয়েছেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। এই অবস্থায় স্বাভাবিক ভাবেই মানুষ বিপর্যস্ত হয়ে পড়েন। কী করবেন, কীভাবে করবনে, মাথায় আসে না কিছুই। কিন্তু হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার ব্যবস্থাও রয়েছে। শুধু সেজন্য কয়েকটা সহজ পদ্ধতি জেনে নেওয়া প্রয়োজন। প্রথমেই ফেসবুক অ্যাকাউন্টের সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যান। এবার সিলেক্ট করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এরপর চেঞ্জ পাসওয়ার্ড অপশনে সিলেক্ট করতে হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফেসবুক অ্যাপ
- ফেসবুক হ্যাক
- ফেসবুক