সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ, মোট ভোটার ৩২৯
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এটি সে দেশে কিছুটা ‘বিরল’ তো বটেই, পদ্ধতিতেও আর দশটি গতানুগতিক নির্বাচনের চেয়ে আলাদা। গোটা দেশ থেকে মাত্র ৩২৯ জন ভোট দেন সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে। এছাড়া ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ব্যাপকভাবে সুরক্ষিত একটি স্থানে।
গতকাল রবিবারই এবারের ভোট হয়েছে। সেই ভোটে হাসান শেখ মাহমুদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ব্যতিক্রমধর্মী এ নির্বাচনীপ্রক্রিয়ায় মূলত সোমালিয়ার নিরাপত্তাগত সমস্যা ও দেশটির গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার অনুপস্থিতি উঠে এসেছে। সব মিলিয়ে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৬ জন। তাঁদের মধ্যে বিজয়ীকে লড়তে হয়েছে দেশে বিরাজমান খরা পরিস্থিতির সঙ্গে। তাঁর আরেকটি বড় কাজ হবে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের প্রভাব খর্ব করা। আল-কায়েদার সঙ্গে যুক্ত উগ্র ইসলামপন্থী এ সংগঠন দেশটির বড় অংশজুড়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে।