রাজধানীতে এবার ১৯ পশুর হাট
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৫ মে ২০২২, ১৫:১৪
ঈদুল আজহার প্রস্তুতি মানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, ছাগলসহ কোরবানির পশু রাজধানীর হাটগুলোতে বিক্রির জন্য তোলা হয়। ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি, পরিবারের সদস্যরা মিলে হাটে গিয়ে কোরবানির পশু কেনা। সেই সঙ্গে গরু কেনা শেষে আয়োজন করে বাড়ি ফেরা, সব মিলিয়ে কোরবানি ঈদের আগে রাজধানীতে পশুর হাট কেন্দ্রিক উৎসবের আমেজ বিরাজ করে।
তবে গত দুই বছর করোনার প্রাদুর্ভাবের কারণে রাজধানীর হাটকেন্দ্রিক আমেজে অনেকটা ভাটা পড়েছিল। রাজধানীর সব পশুর হাটে জনসমাগম ছিল নিয়ন্ত্রিত। এ অবস্থায় নির্ধারিত হাটের সংখ্যাও কমিয়ে আনে ঢাকার দুই সিটি করপোরেশন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কোরবানী
- পশুর হাট
- কোরবানীর পশুর হাট