অস্কারজয়ী চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ১৯৫৫ সালে নির্মিত ‘পথের পাঁচালী’ ছবি নির্মাণের নেপথ্যকাহিনি নিয়ে এবার নতুন করে ‘অপরাজিত’ নামের একটি ছবি নির্মাণ করেছেন কলকাতার চিত্রপরিচালক অনীক দত্ত। গতকাল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে কলকাতার মাল্টিপ্লেক্সের প্রেক্ষাগৃহ এলগিন রোডের ফোরামে। কিন্তু ছবির পরিচালক ও কলাকুশলীরা চেয়েছিলেন এই ছবিটি সাধারণ মানুষের দেখার জন্য নন্দন ও রাধা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হোক। এই দুটি প্রেক্ষাগৃহই পশ্চিমবঙ্গ সরকারের। কিন্তু সরকার অনুমতি দেয়নি ছবিটি প্রদর্শনের জন্য।
এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। ছবির পক্ষে একদল বলছেন, পরিচালক অনীক দত্ত বাম ঘরানার চিত্রপরিচালক। তাই রাজ্য সরকার এই ছবিটি নন্দনে বা রাধা প্রেক্ষাগৃহতে প্রদর্শনের অনুমতি দেয়নি। এমনও অভিযোগ উঠেছে, পরিচালক বিভিন্ন সময় সরকারবিরোধী কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে সরকার অনুমতি দেয়নি।
You have reached your daily news limit
Please log in to continue
‘অপরাজিত’ প্রদর্শনের জন্য ঠাঁই পেল না নন্দনে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন