সয়াবিনের সংকটে দাম বাড়ছে শর্ষের তেলেরও
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মে ২০২২, ১৫:৪৪
সয়াবিন তেল নিয়ে অস্থিরতার মধ্যেই নীরবে দাম বেড়ে গেল বোতলজাত শর্ষের তেলেরও। ঈদকে কেন্দ্র করে বাজারে সয়াবিনের সংকট দেখা দেওয়ায় ভোক্তাদের অনেকে বিকল্প ভোজ্যতেল হিসেবে শর্ষের তেল কিনতে শুরু করেন। তাতে বাজারে এ তেলের চাহিদা বেড়ে যায়। আর তাতেই দামও বেড়েছে প্রতি লিটার ৮০ টাকা পর্যন্ত। তবে দেশের বিভিন্ন এলাকাভেদে শর্ষের তেলের মূল্যবৃদ্ধির ভিন্ন ভিন্ন চিত্র পাওয়া গেছে।
ঢাকার কারওয়ান বাজারে গতকাল সন্ধ্যায় কোম্পানিভেদে বোতলজাত প্রতি লিটার শর্ষের তেলের দাম ছিল ২৮০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। এর মধ্যে রাঁধুনি ব্র্যান্ডের প্রতি লিটার শর্ষের তেলের বোতলের গায়ের দাম ৩৯০ টাকা। তবে তা ৩৮০ টাকায় বিক্রি করছেন দোকানিরা। এ ছাড়া মদিনা ব্র্যান্ডের প্রতি লিটারের বোতলের গায়ের দাম ছিল ২৯০ টাকা, বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ভোজ্যতেল
- সরিষা তেল