ওলামায়ে কেরামের তালিকা করে দুদকে দেওয়ার এখতিয়ার গণকমিশনের নেই
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মে ২০২২, ১৩:১৯
আইন-আদালত থাকতে গণকমিশন গঠন দেশের সংবিধানবিরোধী। দেশের ওলামায়ে কেরামের তালিকা করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়ার এখতিয়ার এই কমিশনের নেই। যাঁরা তালিকা তৈরি করেছেন, তাঁরা নিজেরাই বিভিন্ন অপরাধে অপরাধী ও তিরস্কৃত।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
জঙ্গি অর্থায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে ১১৬ জন আলেম ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে দুদকে জমা দেওয়া গণকমিশনের শ্বেতপত্রের তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। বলা হয়, দেশবিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে তথাকথিত গণকমিশনের নামে নতুন চক্রান্তে মেতেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে