কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিডিউল জটিলতায় বিএসইসির কাতার ‘রোড শো’ স্থগিত

ঢাকা টাইমস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রকাশিত: ১২ মে ২০২২, ২০:৫৫

বহির বিশ্বে দেশের পুঁজিবাজারের পরিধি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে বিভিন্ন দেশে রোড শো করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ধারাবাহিকতায় আগামী ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাতে রোড শোর আয়োজনের কথা থাকলেও তা স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা।


বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কাতারের রোড শো’তে যাদের অতিথি করার কথা ছিল তাদের শিডিউল সংকটের কারণে ১৮ ও ১৯ মে রোড শো’র আয়োজন করা সম্ভব হচ্ছে না। অতিথিদের শিডিউল পেলে পরবর্তীতে সেখানে রোড শো’র আয়োজন করা হবে। আমন্ত্রিত অতিথিদের শিডিউল পাওয়া গেলে রোড শো’র নতুন তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে বিএসইসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও