নারী উদ্যোক্তাদের অবদান তুলে ধরছে মেটা

সমকাল প্রকাশিত: ১২ মে ২০২২, ১৮:০৪

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অবদানের কথা তুলে ধরছে মেটা। প্রতিষ্ঠানটি আগে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল। তাদের এই উদ্যোগে পার্টনার হিসেবে রয়েছে সরকারের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও লাইটক্যাসল পার্টনারস।


গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বিষয়ে গত সোমবার ঢাকায় ডিজিটাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড কমিউনিটিস সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে উপস্থাপনে দেশের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আশার বিষয় হলো, এই বেসরকারি খাতকে কীভাবে আরও সক্ষম করে তোলা যায়, সে লক্ষ্যে মেটার মতো ডিজিটাল পল্গ্যাটফর্মগুলো এগিয়ে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও