দুই ফোঁটা দিতে গিয়ে ছয় ফোঁটা ফেলে দিই

প্রথম আলো মো. ছানাউল্লাহ প্রকাশিত: ১১ মে ২০২২, ২২:২৫

আমরা দুই ফোঁটা তেল দিতে গিয়ে ছয় ফোঁটা ফেলে দিই। ছোটবেলায় এই বেশি তেল দেওয়ার সঙ্গে পরিচিত হয়েছি রিকশাওয়ালা মামাদের সুবাদে। তাঁরা কাত করে-চিত করে রিকশার চিপায়–চাপায়, হ্যান্ডেলে-পাদানিতে, বিয়ারিংয়ে, স্প্রিংয়ের আগাগোড়ায় ফোঁটায় ফোঁটায় নারকেল তেল কিংবা বা মবিল (ইঞ্জিন অয়েল) দিতেন।


কিন্তু বেশির ভাগ সময়ই দেখা যেত যেখানে তাঁরা রিকশায় তেল দিচ্ছেন সেখানের মাটিতে অনেক তেলই পড়ে আছে। অথচ তাঁরা যদি ক্যারিশমা বাদ দিয়ে সোজাসুজি রিকশায় তেল দিতেন তাহলে অপচয় হওয়া তেল বেঁচে যেত। এতে তাঁরা অর্থনৈতিকভাবে লাভবান হতেন, দীর্ঘ সময় ধরে তেল দেওয়া ও রিকশা কাত-চিত করার কষ্ট থেকে রেহাই পেতেন। কারণ, তারল্যগুণে তেল এক ফোঁটা বা দুই ফোঁটাই যথেষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও