You have reached your daily news limit

Please log in to continue


কমলাপুর ম্যানেজারের ফোন-টাকা ১৯ দিনেও অনুদ্ধার, আসামি শনাক্ত!

ঈদযাত্রার অগ্রিম টিকিটি ছাড়ার প্রথম দিন গত ২৩ এপ্রিল কমলাপুর রেলস্টেশনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় স্টেশন ম্যানেজারের দুটি মোবাইল ফোন, মানিব্যাগসহ নগদ ৪৫ হাজার টাকা চুরি হয়ে যায়। ঘটনার ১৮ দিন পরও সেগুলো উদ্ধার হয়নি। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

মোবাইল ও মানিব্যাগ খোয়া যাওয়ার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় জিডি করেনি স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

জিডি তদন্তের বিষয়ে জানতে চাইরে মঙ্গলবার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক ওপরের তথ্যগুলো জানান।

ওসি বলেন, স্টেশন ম্যানেজারের জিডি নিয়ে তদন্ত চলছে। এ ছাড়া বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়েছে। তবে এখনো গ্রেপ্তার করা যায়নি।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন