তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে স্কার্ট-টপ

প্রথম আলো প্রকাশিত: ১০ মে ২০২২, ১৪:০৪

ছোটদের ফ্যাশনে পুরোনো হয়ে গেলেও কয়েক বছর ধরে তরুণীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্কার্ট-টপ। যার প্রধান কারণ এর বহুমুখী ব্যবহার উপযোগিতা বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। ছোট টপ থেকে শুরু করে কামিজ বা কুর্তির সঙ্গেও দিব্যি মানিয়ে যায় স্কার্ট।


দেশীয় সুতি কাপড়ের ঘের দেওয়া স্কার্টের পাশাপাশি পাশ্চাত্য ধাঁচের কুচি দেওয়া এ কাটিং বা ওপরে চাপা ও নিচে খোলা স্কার্টের চল এখন বেশি। দেশি ফ্যাশন হাউসগুলো স্কার্টে খুব বেশি ঘের রাখে। স্কার্টে ব্যবহৃত হয়েছে প্যাচওয়ার্ক, সিকুইন, ব্লক প্রিন্ট, রঙিন কাপড়ের জোড়া, অ্যাপ্লিক।


সুতি, হাফসিল্ক, সিল্ক, টিস্যু, ভিসকস কাপড়ের অনেক ধরনের কাটিংয়ের স্কার্ট এবার ট্রেন্ড। হাফসিল্ক, সিল্ক, টিস্যু, ভিসকস কাপড়ের স্কার্টে ফুলের ছাপা, সঙ্গে এক রঙের শার্ট বা হালকা রঙের গেঞ্জি এ বছরই প্রথম দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও