কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লুপাস সম্পর্কে জানতে হবে

প্রথম আলো প্রকাশিত: ১০ মে ২০২২, ১৩:২৬

লুপাস একধরনের দীর্ঘমেয়াদি বাতরোগ। এতে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন কোষ ও অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় এ রোগ দেরিতে ধরা পড়ে। শরীরে নানা জটিলতা সৃষ্টি করে। মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশ্বজুড়ে ৫০ লাখের বেশি মানুষ লুপাসে আক্রান্ত। তবে অনেকেই রোগটি সম্পর্কে বিস্তারিত জানেন না। ফলে উপসর্গ থাকলেও রোগ শনাক্তে বিলম্ব হয়। তাই লুপাস সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে।


সাধারণত পুরুষের তুলনায় নারীরা লুপাসে বেশি আক্রান্ত হন। এর মধ্যে ১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের লুপাসে আক্রান্ত হওয়ার হার বেশি। লুপাসের চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা রয়েছে। একদিকে রোগ সম্পর্কে অজ্ঞতা, অন্যদিকে চিকিৎসকের স্বল্পতা—এ দুই কারণে লুপাস শনাক্ত হওয়ার আগে রোগীর জটিলতা বেড়ে যায়। এমনকি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়।


সচরাচর লক্ষণ প্রকাশ পাওয়া ও শনাক্তের মধ্যে ৩ থেকে ৬ বছর সময় নষ্ট হয়। বিশ্ব লুপাস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, লুপাসে আক্রান্ত ৮৭ শতাংশ রোগীর শরীরের যেকোনো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। দুই–তৃতীয়াংশ রোগীর একাধিক অঙ্গে ক্ষতি হয়। ৬০ শতাংশ রোগীর ত্বক, ৪৫ শতাংশের হাড়-পেশি-সন্ধি এবং ৩৬ শতাংশের কিডনির ক্ষতি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও