শ্রীলঙ্কায় সাংসদ, সাবেক মন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ

এনটিভি শ্রীলঙ্কা প্রকাশিত: ০৯ মে ২০২২, ২২:৩৫

শ্রীলঙ্কায় এক সংসদ সদস্য এবং একজন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়। 


মাউন্ট লাভিনিয়ায় সাবেক মন্ত্রী জনস্টন ফারনান্দোর বাড়িতে এবং সংসদ সদস্য সনৎ নিশান্তর বাড়িতে সোমবার আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ভিডিও ফুটেজে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা গেছে।


এর আগে আজ সোমবার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান মাহিন্দা রাজাপক্ষে। চরম অর্থনৈতিক সংকটের কারণে সরকারের পদত্যাগের দাবিতে দ্বীপরাষ্ট্রটিতে বিক্ষোভ যেমন চলছে। উল্টোদিকে সরকারি দলের নেতাকর্মীরাও মাঠে নেমেছে।


বৈদেশিক ঋণের ভারে ভেঙে পড়া অর্থনীতির জন্য রাজনীতিকদের দায়ী করে দেশব্যাপী বিক্ষোভ করছেন শ্রীলঙ্কার নাগরিকেরা। দিন দিন বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।


বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মাঝে পড়ে আজ সোমবার সরকারদলীয় সংসদ সদস্য অমরাকীর্তি আথুকোরালা নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও