‘আমি যদি রহস্যজনকভাবে মারা যাই...’, মাস্কের টুইট নিয়ে তোলপাড়
টুইটারে ঝড় তোলার জন্য বিশেষভাবে পরিচিত বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তাঁর টুইট নিয়ে বিভিন্ন সময় আলোচনার ঝড় উঠেছে মানুষের মধ্যে। সম্প্রতি ইলন মাস্কের একটি টুইট নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে। আজ সোমবার টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটার পোস্টে লিখেছেন, ‘আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, তবে জানবেন, আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে আমার ভালো লেগেছে।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাস্কের এই টুইট ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়। মাস্ক কী তবে মৃত্যু আশঙ্কায় ভুগছেন? কেউ তাঁকে মৃত্যুর হুমকি দিয়েছে?
রহস্যজনক মৃত্যু বিষয়ক এই টুইট করার কিছুক্ষণ আগে ইলন মাস্ক আরও একটি পোস্ট করেছেন, যেখানে ইউক্রেনকে সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছেন। এ ছাড়া রুশ ভাষায় লেখা একটি পোস্টও শেয়ার করেছেন তিনি। ওই পোস্টে বলা হয়েছে, ‘আপনি যতই বোকার মতো খেলা খেলুন না কেন ইলন, এ জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- টুইট
- রহস্যজনক মৃত্যু
- ইলোন মাস্ক