You have reached your daily news limit

Please log in to continue


২৭ বছরেও পূর্ণাঙ্গ হয়নি রবীন্দ্র কমপ্লেক্স

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে ৮ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী ও লোকজ মেলা। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবির স্মৃতিবিজড়িত স্থান। ফুলতলা বাজার থেকে এর দূরত্ব সাড়ে তিন কিলোমিটার। এটি কবির শ্বশুরবাড়ি। দীর্ঘ ২৭ বছরেও দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্স পূর্ণতা পায়নি। ভারতের শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা থাকলেও আজও বাস্তবায়ন হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকবির মা সারদা দেবীর বাবার বাড়ি এবং মাতামহী দিগম্বরী দেবীর বাড়ি ছিল এই এলাকায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও মামার বাড়ি ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে। তার পূর্ব-পুরুষ খুলনার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল ভবতারিনী ওরফে মৃণালিনী দেবীর। মৃণালিনীর বয়স তখন ১১ বছর। রবীন্দ্রনাথের বয়স ছিল ২২ বছর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পীরালী বংশের লোক। রবীন্দ্রনাথ বর সেজে দক্ষিণডিহিতে আসেননি এমন জনশ্রুতি রয়েছে। তবে ভারতের কলকাতার জোড়া সাঁকোর ঠাকুর বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন