কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এলডিসি থেকে উত্তরণ ও মুক্ত বাণিজ্য

সমকাল ফারুক হাসান প্রকাশিত: ০৭ মে ২০২২, ১০:২৮

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। এটি যেমন গর্বের একটি বিষয়, ঠিক তেমনি ভাবনারও বিষয়। কারণ শিল্প ও রপ্তানির ওপর আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। আর এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাজার সুবিধায় যে পরিবর্তন আসবে সেটি আমাদের চিন্তার কারণ। সেই প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির কোনো বিকল্প নেই।


বিগত বছরগুলোতে আমাদের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, রপ্তানি, দারিদ্র্য বিমোচন, মানব উন্নয়ন সূচকসহ সব ক্ষেত্রেই আমাদের অর্জন তাক লাগিয়ে দেওয়ার মতো। আর শিল্প, বিশেষ করে রপ্তানিমুখী খাত আমাদের সামষ্টিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যার গুরুত্ব আমাদের প্রতিটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখ আছে। ২০৪১ সালের মধ্যে একটি স্বনির্ভর ও উন্নত অর্থনীতির দেশ হওয়ার যে রূপকল্প নিয়ে আমরা কাজ করছি, তা অর্জন করতে হলে রপ্তানিমুখী শিল্পায়নের কোনো বিকল্প নেই। মধ্যম আয়ের দেশ হিসেবে বাণিজ্য সুবিধার পরিবর্তনগুলো হিসাব-নিকাশে নিয়ে আমাদের আগামী ৫০ বছরের কৌশল নির্ধারণ করতে হবে। সে ক্ষেত্রে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও