You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারে হোটেল-কটেজে অতিরিক্ত ভাড়া আদায়

ঈদের চতুর্থ দিন গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। এক দিনে অন্তত তিন লাখ পর্যটকে গিজ গিজ করছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকত। ঈদের ছুটিতে এবার পর্যটকের সংখ্যা বেশি হওয়ার সুযোগে মাঝারি ও নিম্ন মানের আবাসিক হোটেল ও কটেজগুলোতে ভাড়াও বেড়েছে অস্বাভাবিক হারে। সেই সঙ্গে সৈকতে মোবাইল চোরের উপদ্রবও বৃদ্ধি পেয়েছে।

কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ভ্রমণকারীরা। এ শ্রেণির লোকজন মাঝারি মানের হোটেল-কটেজেই বেশি অবস্থান নিয়ে থাকে। অভিযোগ উঠেছে, সাগরপারের বিলাসবহুল হোটেলগুলোর কক্ষ ভাড়া নির্ধারিত থাকে। নির্ধারিত ভাড়ার মধ্যেও ক্ষেত্রবিশেষে রয়েছে বিশেষ ছাড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন