
১৬ বছর পরে ফের মডেলিংয়ে, বলিউডেও ফিরছেন নব্বই দশকের নায়িকা শান্তি প্রিয়া
শান্তি ফিরছে অনুরাগীদের মনে। ফিরে আসছেন শান্তিপ্রিয়া! ১৬ বছর পরে ফের র্যাম্পে পা রেখেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। শিগগিরই ফিরবেন বলিউডেও। সরোজিনী নাইডুর জীবনীচিত্রে অভিনয় করছেন তিনি।
২০০৬ সালে শেষ বার মডেলিংয়ে দেখা গিয়েছিল একদা মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারদের নায়িকাকে। তার পরে এই ২০২২-এর এক ফ্যাশন শো-তে অংশ নিলেন শান্তি প্রিয়া। মডেল অভিনেত্রীর কথায়, ‘‘র্যাম্পে ফিরতে পারা যে কী মজার! খুব আনন্দ পেয়েছি। নৃত্যশিল্পী হিসেবে নিয়মিত অনুষ্ঠান করার অভ্যাস আছে। তাই এত বছর পরে র্যাম্পে পা রেখে ভয় করেনি মোটেই।’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর আগে
১ বছর, ৬ মাস আগে