![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F06%2Fmostafa-jabbar.jpg%3Fitok%3DJyvRlKDI%26timestamp%3D1651827830)
ডিজিটাল যুগে কাগজ বলে কিছু থাকবে না : মোস্তাফা জব্বার
এনটিভি
প্রকাশিত: ০৬ মে ২০২২, ১৫:০০
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল যুগে প্রচলিত ব্যবসা-বাণিজ্য অনিবার্য কারণেই ডিজিটাল বাণিজ্যে রূপান্তরিত হবে। ডিজিটাল যুগ হবে ক্যাশলেস সোসাইটির যুগ। এরই ধারাবাহিকতায় কাগজের সভ্যতা বিলুপ্ত হওয়ার পথে।’ সামনের দিনে প্রাকৃতিক ও প্রযুক্তিগত কারণে কাগজ বলে কিছু থাকবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার রাতে ডিজিটাল প্লাটফর্মে ই-ক্যাব আয়োজিত ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফা জব্বার।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘ডিজিটাল কমার্সকে বাণিজ্য খাত হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। আমার নিজস্ব অভিজ্ঞতাই বলে যে, কোনো খাত গড়ে তুলতে বাণিজ্যিক সংগঠন অসাধারণ ভূমিকা পালন করে।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- ডিজিটাল
- কাগজ
- মোস্তাফা জব্বার