দেশে করোনায় মৃত্যু সরকারি হিসাবের ৫ গুণ
দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের তুলনায় পাঁচ গুণ বেশি। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাবে বিশ্বে কোভিড-১৯-এ মোট মৃত্যু দেশগুলোর সরকারের প্রকাশিত সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। খবর রয়টার্স ও বিবিসির
দেশে করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৯ হাজার ১২৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ দিন ধরে করোনাভাইরাসে মৃত্যুশূন্য রয়েছে দেশ। আর গত বছরের ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ২৮ হাজার ৭২ জন। ডব্লিউএইচও বলেছে, বাংলাদেশে মৃত্যুর এই সংখ্যা অন্তত ৮৪ হাজার।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আহমেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘করোনায় মৃত্যু হয়েছে, এটি নিশ্চিত হওয়ার জন্য আরটি–পিসিআর পরীক্ষা অপরিহার্য। আমরা মৃত্যুর যে তথ্য দিয়েছি, তা ওই পরীক্ষার ভিত্তিতে। অনুমান করে আমরা কোনো তথ্য দিইনি। তা ছাড়া বেশি মৃত্যু হলে দেশের মানুষ তা বলত, দেশের গণমাধ্যম তা তুলে ধরত। এখনো সেই অভিযোগ কেউ করেনি।’