কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্বিতীয় ধাপে ৩৪৪ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হলো মারিউপোল থেকে

www.ajkerpatrika.com ইউক্রেন প্রকাশিত: ০৫ মে ২০২২, ১০:২৪

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে দ্বিতীয় ধাপে ৩৪৪ জন ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর নিয়মিত বক্তৃতায় তিনি এ তথ্য জানান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে থাকাদের উদ্ধার করতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রয়োজন বলে অভিমত দিয়েছেন প্রসিডেন্ট জলেনস্কি। গতকাল রাতের বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। আশা করছি আজভস্তাল ও মারিউপোল থেকে অবরুদ্ধদের উদ্ধার কাজ অব্যাহত রাখতে পারব। সেখানে এখনো অনেক নারী, শিশুসহ বেসামরিক মানুষ আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার করতে হলে আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রয়োজন।’ 


ইউক্রেন যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে যেতে আমরা প্রস্তুত আছি। কারণ আজভস্তালের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র থেকে মানুষদের সরিয়ে নিতে সময় লাগবে। এখন যে পরিস্থিতি, তাতে আমরা আজভস্তালের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারছি না। সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে বলে অনেক সময় লাগছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও