'এ গ্রামে এমন প্রাণী আগে দেখেনি কেউ', মিলল ধানক্ষেতে
রাউজান উপজেলায় এমন এক প্রাণী ধরা পড়েছে যাকে বিরল বলে মনে করা হচ্ছে। উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ৪ নম্ব ওয়ার্ডে প্রাণীটার দেখা মেলে। এলাকাবাসী জানান, ঈদের দিন রাতে এলাকার আমতলী টিলার রাস্তা দিয়ে যাওয়ার পথে শাহাব উদ্দীন ধানের ক্ষেতে এটাকে দেখেন। ধরার চেষ্টা করলে প্রাণীটি তার আঙুলের কামড়ে নেয়।
এরপর তিনি কিছুটা ভয় পেলেও অনেক চেষ্টার পর প্রাণীটিকে ধরে বাড়িতে নিয়ে যান।
শাহাব উদ্দীন জানান, এমন প্রাণী এর আগে এ গ্রামে কেউ দেখেনি। আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে 'বিরল' প্রাণীটি দেখতে অনেক মানুষ ভিড় জমায়। এলাকার সমাজসেবক হলদিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মু্হাম্মদ আলী ও এম. দিদারুল উপজেলায় প্রাণী সংরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করতে চাইলে ঈদের ছুটির কারণে ব্যর্থ হন।
পৌর মেয়র জমির উদ্দীন পারভেজের মাধ্যমে এটিকে চিকিৎসাসেবা দিয়ে নিরাপদে রাখা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিরল প্রজাতির প্রাণি