You have reached your daily news limit

Please log in to continue


এবার গতি পেয়েছে ঈদের অর্থনীতি

করোনার কারণে পরপর দু'বছর মন্দা থাকায় এবার ঈদকেন্দ্রিক অর্থনীতি মোটামুটি স্বাভাবিক ধারায় ফিরেছে। গত দুই বছর ঈদকেন্দ্রিক বেচাকেনা ঝিমিয়ে থাকলেও এ বছর তুলনামূলক জমে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, করোনার আগের সময়, অর্থাৎ ২০১৯ সালের তুলনায় এ বছর বেচাকেনা বেড়েছে। তবে সবাই যে খুব ভালো ঈদ করতে পারছেন, তা নয়। দরিদ্র ও নিম্ন আয়ের অনেকের কাছে ঈদের খুশি সেভাবে ধরা দেয়নি।

গত দুই বছর রমজানে ইফতার পার্টি, বিয়ে, ঈদের ছুটিতে গ্রামে ফেরা ও ভ্রমণ- সবই ছিল সীমিত। এবার এসব কর্মকাণ্ড স্বাভাবিক। করোনার আগের মতোই প্রচুর মানুষ শহর থেকে গ্রামে ফিরেছে। ভ্রমণকেন্দ্র জমে উঠেছে। ফলে পরিবহন খাতের ব্যবসাও ভালো হয়েছে। রাজধানী ঢাকার বিপণিবিতান, ফুটপাত সব খানেই বেচাকেনা বেড়েছে। সমকালের প্রতিনিধিরা জানিয়েছেন, বিভাগীয় ও জেলা শহরেও একই অবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন