পবিত্র ঈদুল ফিতর: উৎসব আসুক সবার ঘরে

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ০১ মে ২০২২, ১৯:০৪

আবার এসেছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে সমকালের সব গ্রাহক, পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীর প্রতি জানাই ঈদ মোবারক। অবশ্য আজ চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর আগামীকাল সোমবারের বদলে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবার ঈদুল ফিতরের ছুটির মধ্যেই এসেছে মহান মে দিবস- বিশ্বের শ্রমজীবী মানুষের বিজয়ের দিন। আমরা মে দিবস উপলক্ষেও বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানাই।


বিশ্বের অপরাপর দেশের ইসলাম ধর্মের অনুসারীদের মতো বাঙালি মুসলমানও যে ঈদ পালন করতে যাচ্ছে; তা-ও কিন্তু এসেছে এক মাসের ত্যাগ ও সংযম পালন করার পর। এ ত্যাগ ও সংযম শুধু পানাহারেই নয়; দৈনন্দিন জীবনযাপনেও কঠোরভাবে মেনে চলতে হয় যে কোনো নিষ্ঠাবান মুসলমানকে এই সময়ে। সব ধরনের অন্যায়, অবিচার ও বিদ্বেষ থেকে দূরে থেকে পরার্থপরতায় মগ্ন থাকতে হয় এ মাসে। এ মাসেই জাকাত দেওয়ার মাধ্যমে আর্থিক-সামাজিক বৈষম্য কমানোর অনুশীলন হয়ে থাকে। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এ মাসে একজন মুসলমানকে সংযম, ত্যাগ ও পরার্থপরতার যে পাঠ নিতে হয়; তা এই ২৯ বা ৩০ দিনেই সীমাবদ্ধ থাকে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও