কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাক মাথার ফ্যাশন কি নারীবাদের পতাকা বহন করে

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ২৩:৩৫

টেকো মাথায় চুলের আবাদ, ‘বিফোর-আফটার’ ছবিসহ চুলের এমন বিজ্ঞাপন হরহামেশা আমাদের চোখে পড়ে। এসব বিজ্ঞাপনের দিন বুঝি শেষ হয়ে এল। কারণ, মাথাভর্তি চুল আছে, এমন অনেকেই আজকাল মাথা কামিয়ে নিচ্ছেন। চেহারার আদল বুঝে মাথা কামালে সেই টাক মাথার স্টাইলই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। ফ্যাশনেবল দেখাবে, আবার দেবে ফুরফুরে মেজাজও।


চুল থাকা মানে অনেক যন্ত্রণা। নিয়মিত শ্যাম্পু করো, শুকাও, যত্ন নাও, স্টাইল করো, স্টাইল শেষে চুল খোলার পর আরেক দফা যত্ন! দিনের একটা বড় অংশ চলে যায় চুলের পেছনে। তা ছাড়া যে গরম পড়ছে! এমন পরিস্থিতিতে ছোট চুল ও টাক মাথার চুল উঠে আসছে ট্রেন্ডে। একাধিক তারকা ন্যাড়া হয়ে টাক মাথাকে রীতিমতো ট্রেন্ডে নিয়ে এসেছেন।


৫ লাখ ৮২ হাজার ফলোয়ার–সমৃদ্ধ আইরিশ ল যেবার প্রথম ইনস্টাগ্রামে টাক মাথার ছবি দিলেন, ভক্তরা বলেছেন, খুব সুন্দর দেখাচ্ছে। মার্কিন সংগীত তারকা, গীতিকার ও অভিনেত্রী ডেমি লোভাটোর টাক মাথায় অভ্যস্ত হয়ে পড়েছেন ভক্তরা। ডেমি জানিয়েছেন, টাক মাথায় তিনিই সেরা। ২৮ বছর বয়সী মার্কিন র‌্যাপার সুইটিও বিনা দ্বিধায় ফেলে দিয়েছেন লম্বা লম্বা চুল। কানাডীয় অভিনেত্রী জর্ডান আলেকসান্ড্রাও কেটে ফেলেছেন লম্বা চুল। এদিকে ২৫ বছর বয়সী স্লিক উড তো শুরু থেকেই ন্যাড়া মাথার মডেল হিসেবে পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও