গাজীপুর মহাসড়কে ঘরমুখোদের চাপ
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের ভিড় বেড়েছে।
শনিবার সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও গাড়ির চাপ বেশি থাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আবার কমতে শুরু করে।
আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও যানজট নেই। ফলে এ পথের মানুষরা স্বস্তিতেই গন্তব্যে ফিরছেন।
সকালে চন্দ্রা মোড় এলাকায় দেখা গেছে, গাড়ির জন্য মানুষ ভিড় জমাচ্ছে। এখানে পৌঁছার আগেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো ভরে আসছে। ফলে যাত্রীরা অনেকেই ওইসব বাসে আসন না থাকায় গাড়িতে উঠতে পারছেন না। চন্দ্রা মোড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়ও বাড়তে দেখা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঘরে ফেরা
- ঈদে ঘরে ফেরা