![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F970bcca3-4d76-4966-bf18-23c89e4ff1fe%252FUntitled_11.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
অ্যাপেন্ডিসাইটিসে অস্ত্রোপচার জরুরি
প্রথম আলো
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১০:৪৮
অ্যাপেন্ডিক্স নামের ছোট্ট অঙ্গটি নলাকার আকৃতির এবং দৈর্ঘ্যে এটি ২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এটির অবস্থান আমাদের পেটের নাভির পাশে, একটু নিচে তলপেটের ডান দিকে। আমাদের দেহে অঙ্গটির কোনো প্রয়োজনীয়তা নেই বলেই চিকিৎসকেরা মনে করেন। এই ছোট নলাকার অঙ্গটির প্রদাহ হয়ে ফুলে গেলে সেটিকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়।
অ্যাপেন্ডিসাইটিসের ধরন
অ্যাপেন্ডিসাইটিস একটি জরুরি অবস্থা। চিকিৎসা না করালে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। সে অবস্থায় তা মৃত্যুর কারণও হতে পারে। এমনই এক জটিল অবস্থা হচ্ছে পেরিটোনাইটিস। অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে পেটের সর্বত্র এর ভেতরের জীবাণু ছড়িয়ে পড়লে এ অবস্থা তৈরি হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- অস্ত্রোপচার
- অ্যাপেন্ডিসাইটিস