![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/06/12/glasses.jpg/ALTERNATES/w640/glasses.jpg)
চশমার কাচে যেন দাগ না পড়ে
দৃষ্টিশক্তির সমস্যা বা রোদ ধুলাবালি থেকে চোখ রক্ষা করা- যে কারণেই চশমা ব্যবহার করা হোক না কেনো, দাগ পড়া কাচ ও ময়লা চশমা ব্যবহার চোখের উল্টো ক্ষতি করে। সান ফ্রান্সিসকোতে ‘প্যাসিফিক রিমস অপটোমেট্রি’র বিশেষজ্ঞ সেলেনা চ্যান ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চশমা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ।
কারণ এটি দৃষ্টিশক্তি এবং স্বচ্ছতার উন্নত করে এবং এটি চোখের জন্যও নিরাপদ।” সময়ের সঙ্গে চশমায় ধুলা এবং ব্যাক্টেরিয়া জমে যা চোখের সংক্রমণ সৃষ্টি করে। চশমার দাগ চোখে চাপ এমনকি মাথাব্যথাও সৃষ্টি করে।পরিষ্কার চশমা ব্যবহার চোখের জন্যই নিরাপদ। ডা. চ্যান বলেন, “দিনে অন্তত একবার চশমা পরিষ্কার করা প্রয়োজন। তবে যদি ময়লা হয়ে যায় তাহলে একাধিকবার তা পরিষ্কারের প্রয়োজন পড়তে পারে।”যেমন- কোনো কারণে বাক্স ছাড়াই চশমা ব্যাগে ফেলে রাখলে তা পরে ব্যবহারের আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নিতে হবে।