 
                    
                    কিশোরগঞ্জে ৬৮১ বস্তা সরকারি চাল মজুদ: ব্যবসায়ী কারাগারে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৬৮১ বস্তা সরকারি চাল মজুদের ঘটনায় এক ব্যবসায়ীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলার ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ট বিচারিক হাকিম পার্থ ভদ্র বৃহস্পতিবর দুপুরে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার উপজেলার সদর ইউনিয়নের পংপাচিহায় গুদাম থেকে মো. আবুল কাশেম খানকে (৫৮) আটক করা হয় বলে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান।
আবুল কাশেম উপজেলার পাইতপাড়ার আব্দুল গফুরের ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জামিন আবেদন
- সরকারি চাল
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                