আফগানিস্তানে ৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ফেলে গেছে যুক্তরাষ্ট্র

ডেইলি স্টার আফগানিস্তান প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৫:৪৩

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টে আফগানিস্তান থেকে চলে যাওয়ার সময় দেশটিতে ৭ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ফেলে আসা হয়েছে।


গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৬ বছরে যুক্তরাষ্ট্র আফগান সরকারকে ৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিয়েছে।


মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য কংগ্রেসকে জানিয়েছে বলেও সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়।


এতে আরও বলা হয়, এসব সামরিক সরঞ্জাম এখন তালেবানদের নিয়ন্ত্রণে। তাদেরকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র প্রায় ২ দশক ধরে চেষ্টা চালিয়েছে।


মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেসব সামরিক সরঞ্জাম আফগানিস্তান থেকে 'ফিরিয়ে আনা বা ধ্বংস করার' কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও