উপভোগ করি বলেই অভিনয় করছি
ব্যস্ততা...
ভেবেছিলাম ঈদের আগে খুব একটা ব্যস্ততা রাখব না। কিন্তু কদিন আগে দেশের বাইরে যাওয়ার কারণে বেশকিছু কাজ জমে গেছে। আমি যেহেতু মৌলিক গানের পাশাপাশি নিয়মিত জিঙ্গেল নিয়ে বেশি কাজ করি, তাই এসব কাজ খুব একটা জমিয়ে রাখা যায় না। ঈদের আগ দিন পর্যন্ত বিভিন্ন পণ্যের জিঙ্গেলের কাজ করতে হবে।
চেন্নাইয়ে ১৪ দিন...
এপ্রিলের শুরুর দিকেই চেন্নাইয়ে গিয়েছিলাম। ফিরেছি অল্প কিছুদিন হলো। সেখানে টানা ১৪ দিন ছিলাম। পুরো পরিবার সঙ্গে গিয়েছিল। মা, বড় ভাই (শিল্পী প্রতিক হাসান) ও তার স্ত্রী সবাই একসঙ্গে ঘুরেছি। মূলত মেডিকেল চেকআপের জন্যই যাওয়া। তার সঙ্গে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়াও ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে সেখানকার মানুষদের। সেখানকার মানুষরা শিক্ষিত, সেটা তাদের কথাবার্তা আচার-আচরণে ফুটে ওঠে। আমরা যে বাংলাদেশ থেকে গেছি, তার জন্য কোনো অসুবিধাই হয়নি। তবে খাওয়া-দাওয়া নিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছিল। কারণ বাঙালি আর সাউথ ইন্ডিয়ানদের খাবার-দাবার একেবারেই আলাদা। তারা খুব একটা ভাত খায় না। আর প্রায় প্রতিটি খাবারেই টক ব্যবহার করে। খাবার ছাড়া আর সবই ভালো লেগেছে।