নয়াপল্টনে ঢাকা দক্ষিণ বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঘোষিত ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিতরা। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তাঁরা এই ক্ষোভ জানান। ঘোষিত কমিটিতে পদবঞ্চিত হওয়ার জন্য সংগঠনের আহ্বায়ক আব্দুস সালামকে দায়ী করে তাঁর অপসারণের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে আব্দুস সালামের কুশপুত্তলিকা দাহ করে পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, আব্দুস সালাম বিভিন্ন থানার ওয়ার্ড পর্যায়ে টাকার বিনিময়ে কমিটি করেছেন। ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থী এই নেতা দলের ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে নিজের পকেট কমিটি গঠন করেছেন। অবিলম্বে আব্দুস সালামকে তাঁর পদ থেকে অব্যাহতির দাবি জানান বিক্ষুব্ধরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে