কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন মাসে রবির আয় ২ হাজার ১৮ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ২২:০৩

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা আয় করেছে টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এই আয় কোম্পানিটির গত বছরের একই প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।


আজ মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয় বলে রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এতে বলা হয়, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের গ্রাহকসংখ্যা, ডেটা ব্যবহারকারী ও আয়—তিন সূচকই বেড়েছে। তবে গত বছরের শেষ প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর) তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় ১ দশমিক ৩ শতাংশ আয় কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও