সাদা শার্টের যত্ন নেবেন যেভাবে
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৮:১৬
চোখ বন্ধ করে আপনি যদি কখনো ক্লাসিক পোশাকের কথা চিন্তা করেন, তাহলে প্রথমেই মাথায় আসবে সাদা শার্ট আর কালো প্যান্টের কথা। যুগ যুগ ধরে ফ্যাশনে নানা বৈচিত্র্য আসলেও সাদা শার্ট কখনোই ফ্যাশনের বাইরে যায়নি।
তাই বিশেষ এই পোশাকের সম্পূর্ণ যত্ন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী এই লেখাটি।
সতর্ক হোন ডিওডোরেন্ট ব্যবহারে
আপনার সাদা শার্ট পরার সময় যদি কোনোভাবে সেটাতে ডিওডোরেন্ট লেগে যায়, তাহলে সেই দাগ তোলা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে ডিওডোরেন্ট ব্যবহারের সময় সেটি পুরোপুরি শুকানোর পরে সাদা শার্ট পরবেন। এতে করে ডিওডোরেন্ট শার্টে লেগে যাবার সম্ভবনা থাকবে না।
তবে অতিরিক্ত ঘাম হলে শার্টের ভেতরে পাতলা স্যান্ডো গেঞ্জি পরে নিতে পারেন। এতে করে ঘামগুলো সব সেখানেই লেগে থাকবে এবং শার্টে দাগ লাগবে না।