কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পুরোনো রূপে শুটিংবাড়িগুলো

বিমানবন্দর থেকে শুটিং শেষ করে উত্তরায় ফিরেছেন দিলারা জামান। জ্যেষ্ঠ এ অভিনেত্রীকে এবারের ঈদে পাওয়া যাবে বয়স একটি সংখ্যা নামের একটি নাটকে। তাঁর বিপরীতে দেখা যাবে আরেক জ্যেষ্ঠ অভিনেতা আবুল হায়াতকে। শুটিংয়ের পরিবেশ নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা গেল দিলারা জামানের ভেতর। গত বছর এই সময়ে তিনি বলেছিলেন, শুটিংয়ে যেতে ভয় করে। করোনার ভয়। এখন সেই ভয় নেই। প্রায় সবাই ভ্যাকসিন নিয়েছেন। সতর্কতার জন্য এখন আর কাউকে কিছু বলে দিতে হয় না। তিনি বলেন, ‘এখন সবকিছু প্রায় স্বাভাবিক। আমরা যারা বয়স্ক আছি, তারা নিজেদের স্বার্থে মাস্ক পরে থাকি।’ হাসতে হাসতে বলেন, ‘তবে ইফতারের সময় পরি না।’

ঈদ সামনে রেখে চলতি মাসের শুরু থেকে প্রবীণ–নবীন শিল্পীদের অংশগ্রহণে জমে উঠেছে রাজধানীর শুটিংবাড়িগুলো। এখন সেই অর্থে আগের মতো করোনার ভয় নেই। নেই স্বাস্থ্যবিধি মানা না মানার শঙ্কা। শুটিংবাড়িগুলোয় ফিরেছে স্বাভাবিক দিন। নিজে থেকে সবাই এখন সতর্ক থাকেন। ক্যামেরা চালু হলে মুখ থেকে মাস্ক খোলেন আর ইফতারে সবাই একত্রে খাওয়ার সময়। শুটিংবাড়িগুলোয় পূর্ণোদ্যমে চলছে ঈদুল ফিতরের নাটকের শুটিং।

গেল সপ্তাহের কথা। আপনঘরে চলছিল সাফা কবির ও তাহসানের শুটিং। মাহমুদুর রহমানের পরিচালনায় কাজ করছেন এ দুই তারকা। গত বছর আর এ বছরের এই সময়, অর্থাৎ ঈদের আগের শুটিং পরিস্থিতির পার্থক্য কী এই পরিচালকের কাছে? মাহমুদুর রহমান বলেন, ‘মনে পড়ে, গত বছর আউটডোরে শুটিং করতে হলে শিল্পীদের মাস্ক পরিয়ে শুট করতে হতো। দেখা গেল স্ক্রিপ্টে নেই, মুখে মাস্ক। এ বছর সেটা করতে হচ্ছে না। এদিক দিয়ে ভালো লাগছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন