৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। এর জেরে রাশিয়ার সঙ্গে ক্রমেই সম্পর্কের অবনতি হতে থাকে তাদের। তবে রাশিয়াও একের পর এক পাল্টা ব্যবস্থা নিচ্ছে।
এবার জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করছে মস্কো। ইউক্রেন ইস্যুতে অবন্ধুত্বসুলভ আচরণ করায় জার্মানির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মস্কোতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ডেকে নোট দেওয়া হয়েছে। পাশাপাশি ওই সব কূটনীতিকদের অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।