অভিনয়ে আসছেন টেন্ডুলকারের মেয়ে সারা
টেন্ডুলকারকন্যা সারা’র বলিউডে পা রাখা নিয়ে কথা হয়েছিল আগেও। শোনা গিয়েছিল, শাহিদ কাপুরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে সচিন-অঞ্জলির মেয়ের। তবে সেবার বাবা সচিনই জল ঢেলেছিলেন যাবতীয় জল্পনায়। বলেছিলেন, সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত, সে এখন এটাই উপভোগ করছে। বলিউডে তার আসার খবর একেবারে ভিত্তিহীন।
বাবা ক্রিকেটে একটা গোটা প্রজন্মের কাছে বিশাল লিজেন্ড। মা ব্যস্ত ডাক্তার। মেয়ে নাকি আসছেন সোজা বলিউডে! তেমনটাই এখন জল্পনা সচিন টেন্ডুলকারকন্যা সারা টেন্ডুলকারকে নিয়ে।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনয়
- অভিনয়শিল্পী
- সারা টেন্ডুলকার