বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে কাটছাঁট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৮:৪৯

চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক দুই শতাংশে দাঁড়াতে পারে। রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান যুদ্ধ, মূল্যস্ফীতি ও করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাবের কারণে প্রবৃদ্ধির গতি কমতে পারে বলে ধারণা করছে বিশ্ব ব্যাংক।


এর আগে সংস্থাটি জানায় ২০২২ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক এক শতাংশ। আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, চলমান সংকটে ১৫ মাসে ১৭০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


এর মধ্যে আগামী তিন মাসে ৫০ বিলিয়ন ডলার অর্থায়ন করা হবে। যেকোনো ধরনের সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, দুই বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হবে। আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়, যুদ্ধ এখনো ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও