চোট পেয়ে হাসপাতালে মিরাজ, স্বাভাবিক মুশফিক
চলছে ডিপিএলের সুপার লিগপর্বের খেলা। চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নামেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ।
দুর্ভাগ্যবশত এই দুই ক্রিকেটারই চোট পেয়েছেন। মুশফিকের অবস্থা স্থিতিশীল হলেও মিরাজকে হাসপাতালে যেতে হয়েছে। রবিবার বিকেএসপিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নামে প্রাইম ব্যাংক। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি শেখ জামালের ব্যাটাররা।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৩২ রানে থামে শেখ জামাল ইনিংস। রান তাড়া করতে নেমে পারভেজ রসুলের করা ইনিংসের ১১তম ওভারে ডিপ স্কয়ার লেগে বল পাঠান প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। সেখান থেকে বল ফেরত পাঠানোর পর পায়ের গোড়ালিতে ব্যথা পান মুশফিক। ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিয়ে পড়ে যান এ অভিজ্ঞ ক্রিকেটার।