You have reached your daily news limit

Please log in to continue


ভয়াবহ যানজট হতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

এবারের ঈদে বড় একটি অংশ রাজধানী ছাড়বে। ইতোমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। ফলে মহাসড়কে এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ বাড়ছে ঘরমুখো মানুষের। গত দুই বছর করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেও কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে কোটির ওপর মানুষ ঢাকা ছেড়েছেন। এই সংখ্যা এ বছর বাড়বে কয়েকগুন।

সেই বিষয়টি সামনে রেখে কিছু পদক্ষেপ নিলেই ঈদযাত্রা স্বস্তির হবে বলে ধারণা পরিবহন সংশ্লিষ্টদের। খোজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ও হাসানপুর এলাকায় ঢাকামুখী লেনের সংস্কার কাজ চলছে। এ কারণে চার লেনের মহাসড়কটির এক পাশে প্রায় দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে বন্ধ হয়ে আছে। ফলে দুই লেন দিয়ে চলছে চার লেনের গাড়ি।

এমন অবস্থা চলতে থাকলে ঈদের আগে এই এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হতে পারে। সূত্র জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে দাউদকান্দির শহিদনগর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়। মাঝে মাঝে কুমিল্লার ক্যান্টনমেন্ট পর্যন্তও চলে যায় অপেক্ষমান গাড়ির সারি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন