রূপগঞ্জের হয়ে বল হাতে উজ্জ্বল সাকিব

এনটিভি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৪:৩০

পারিবারিক কারণে ঢাকা প্রিমিয়ার লিগের লিগ রাউন্ডগুলোতে খেলা হয়নি সাকিব আল হাসানের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে তাই সুপার লিগের ম্যাচগুলো হাতছাড়া করেননি তিনি। রূপগঞ্জের জার্সিতে সুপার লিগের ম্যাচগুলোতে অংশ নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।


আজ রোববার সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও বল হাতে উজ্জ্বল সাকিব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে আজ বল হাতে ৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।


তবে সাকিব বল হাতে ভালো করলেও বড় পুঁজি পেয়েছে আবাহনী। টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান তুলেছে আবাহনী লিমিটেড।


ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১০১ বলে ৮৬ রান করেছেন তিনি। ফিফটি পেয়েছেন আফিফ হোসেনও। ৭২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন আফিফ। আর শেষ দিকে দলের প্রয়োজন মিটিয়ে ঝড় তুলেছেন সাইফউদ্দিন। ৩ ছক্কায় ৩০ রান করেন তিনি। যার কারণে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও