ভারতে শ্যুট হবে শুনেই বেঁকে বসেছিলেন জনি ডেপ! কী বলেছিলেন ইরফান খানকে?
ভারতে এসে শ্যুটিং করার কথা ছিল, কিন্তু ভয়ে পিছিয়ে গিয়েছিলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জনি ডেপ। কী এমন হয়েছিল? প্রয়াত অভিনেতা ইরফান খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের কাছে এ দেশে শ্যুট করতে আসার যা অভিজ্ঞতা শুনেছিলেন, তাতেই পিছিয়ে গেছিলেন জনি ডেপ।’’
গ্রেগরি ডেভিড রবার্টস রচিত বিখ্যাত উপন্যাস ‘শান্তরম’ অবলম্বনে ছবি তৈরির কথা ছিল ভারতীয় বংশোদ্ভুত মার্কিন পরিচালক মীরা নায়ারের। তিনি চেয়েছিলেন, মুম্বইতে শ্যুটিং হোক, কিন্তু রাজি হননি প্রযোজক জনি ডেপ। কেন? তিনি চেয়েছিলেন মেক্সিকোতে শ্যুটিং হোক। বলেছিলেন, ভারতের মতো দেশে এত অসহযোগিতা পেতে হয়, ওই ভাবে কাজ করা যায় না। তাই ‘শান্তরম’ আর ভূমিষ্ঠ হয়নি। হাল ছেড়ে দিয়েছিলেন মীরাও। ‘আ মাইটি হার্ট’ খ্যাত অভিনেতা ইরফান খানের আক্ষেপ ছিল, ‘‘এই দেশ ব্যবসার গুরুত্ব বোঝে না। কোনও কিছুরই যত্ন শেখেনি। কী ভাবে বদনাম কেনে আর সম্ভাবনাগুলো মাঠে মারা যায়!’’
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড অভিনেত্রী
- শ্যুটিং
- জনি ডেপ
- ইরফান খান