You have reached your daily news limit

Please log in to continue


নান্দনিক শৌখিনতায় হুয়াওয়ে ওয়াচ জিটি-৩

দেশের বাজারে আসার প্রথম মাসেই ব্যহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া এবং জনপ্রিয় হয়ে ওঠেছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩। সাশ্রয়ী মূল্যে, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং বিজ্ঞানসম্মতভাবে ফিটনেস ট্রেনিংয়ের সঠিক ট্র্যাকিংসহ ট্রেন্ডি লুক, সম্পূর্ণ আপডেট এবং নতুন ইন্টারফেস ডিজাইন হওয়াতে সব বয়সীদের হাতে মানানসই এই স্মার্টওয়াচ।

হারমোনিওএস ২.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ স্মার্টওয়াচটির ফ্রেম সাইজ ৪৬এমএম। স্টেইনলেস স্টিলের ফ্রেমের নতুন এই স্মার্টওয়াচটির সামনের অংশ গ্লাস এবং পিছনে অংশ প্লাস্টিক দিয়ে তৈরি। পরবর্তী প্রজন্মের হুয়াওয়ের স্মার্টওয়াচটি বাংলাদেশে মাত্র ২৩ হাজার ৯৯৯ টাকায় কেনা যাচ্ছে।

সঠিক স্বাস্থ্য ও ফিটনেস ট্রেনিং মনিটরিংয়ের জন্য নতুন হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ -এ রয়েছে ট্রুসিনটিএম ৫.০+ হার্ট রেট মনিটরিং প্রযুক্তি। ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে টানা ১৪ দিনের লাইফ সাপোর্ট পাওয়া যাবে।

ওয়াচটির ব্যাপারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘দেশে বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ -এর আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম মাসেই স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। অতুলনীয় নান্দনিক শৌখিনতা এবং স্বাস্থ্য ও ফিটনেস ট্রেনিং মনিটরিংয়ের ফাংশন যুক্ত স্মার্টওয়াচের খোঁজ করা ক্রেতাদের অনায়াসেই হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ ডিভাইসটি পছন্দ হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন