কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সম্মোহিত সময়

ইহুদি বংশোদ্ভূত মার্কিন ভাষাচার্য, জ্ঞানভিত্তিক বিজ্ঞানী, দার্শনিক, সমকালীন সমাজ ও রাজনীতির কট্টর সমালোচক নোয়াম চমস্কি ( ১৯২৮-) গত ১৭ এপ্রিল  জেরুজালেম পোস্টে প্রকাশিত এক নিবন্ধে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে বিবাদ বিতন্ডায় নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছেন  (Ukraine must make concessions to Russia’s demands)। খোদ আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রেক্ষাপটে  চমস্কির এহেন পরামর্শ বিশেষ গুরুত্ববহ। চমস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে পারমাণবিক যুদ্ধের গৌরচন্দ্রিকা মনে করেন। আলামত দেখে বোঝা যাচ্ছেও তাই। এখানে এক পক্ষ নমনীয় না হলে সমানে সমানে হওয়ার জেদাজেদিতে মারণাস্ত্র বিক্রি বাড়বে, মানুষই মানুষকে মরণ কামড় দেওয়ার উন্মাদনা বৃদ্ধি পাবে, ঠান্ডা যুদ্ধের পুনর্জাগরণ ঘটবে, শিবিরে শিবিরে ভাগ হয়ে দুর্বল হবে বিশ্বশান্তি, সত্য দুর্বল হবে, মিথ্যা বলবান হবে, ক্ষতিগ্রস্ত হবে  মানাবাধিকার আর প্রাকৃতিক ভারসাম্য।

দুবছর আগে ২০২০ সালের ৩০ এপ্রিল, মার্কিন মুলুকসহ বিশ্বব্যাপী করোনা যখন প্রচন্ড মারমুখী, নিজে আইসোলেশনে চলে গিয়েছিলেন চমস্কি। সেখান থেকেই এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন করোনার উদ্ভব-উৎপত্তি, বিস্তৃতি সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে চীনের বাইরে দেশগুলোর কাছে করোনার ভয়াবহতার তথ্য আগে থেকে থাকা সত্ত্বেও (Nothing was done. The crisis was then made worse by the treachery of the political systems that didn’t pay attention to the information that they were aware of.) রাজনৈতিক ভেদবুদ্ধির ফেরে কিছুই করা হয়নি, নইলে করোনায় ব্যাপক ক্ষয়ক্ষতি কমানো যেত। দুই পরাশক্তির মধ্যে কে কাকে টপকাবে কিংবা কে কাকে আটকাবে এ-ধরনের একটা ‘নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ’ কৌশলের প্যাঁচে পড়ে গোটা বিশ্ব হয় এক মর্মান্তিক মহামারীর শিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন